আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
টঙ্গীবাড়ী প্রতিনিধি
মুন্সিগঞ্জ আগাম আলু চাষী করে হঠাৎ বৃষ্টিতে আলু খেতে পানি জমে গেছে। গতকাল রাত ২ থেকে আজ সকাল পর্যন্ত মুন্সিগঞ্জে প্রায় সব উপজেলায় থেমে থেকে বৃষ্টি হয়েছে। এতে মাঠে থাকা আলু পচে যাওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
বেহেরপাড়ার গ্রামের কৃষক আব্বাছ খালাসী (২৭) বলেন, ‘আমি দুই একদিনের মধ্যে আলু লাগিয়েছি । কিন্তু হঠাৎ করে গত রাতে বৃষ্টি হয়ে জমিতে পানি জমে গেছে। তাছাড়া পানি জমে যাওয়ায় আলু পচেও যেতে পারে।