আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
গ্লোবাল সুপার লিগের প্রথম আসরে খেলতে যাচ্ছে রংপুর রাইডার্স সেটা আগেই জানা গেছে। এবার আসন্ন এই টুর্নামেন্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজিটি। ৯ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে সেখানে রয়েছে চারজন বিদেশি ক্রিকেটারও।
দলে ১৪তম ক্রিকেটার হিসেবে যোগ দেয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের স্টিভেন টেলরের। যদিও তার ব্যাপারটি এখনও নিশ্চিত করেনি ফ্র্যাঞ্চাইজিটি। গ্লোবাল সুপার লিগে অধিনায়ক হিসেবে যাচ্ছেন নুরুল হাসান সোহান। পাশাপাশি শেখ মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে স্কয়াড সাজিয়েছে তারা।
এছাড়া বিপিএলের সর্বশেষ ড্রাফট থেকে রংপুরে নাম লেখানো সৌম্য সরকার, সাইফ হাসানকে নিয়েই গ্লোবাল সুপার লিগের দল সাজিয়েছে রংপুর। স্কোয়াডে আছেন লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ও বাঁহাতি ব্যাটার আফিফ হোসেনও।
বাঁহাতি স্পিনার আরাফাত সানি ও পেসার কামরুল ইসলাম রাব্বিও যাচ্ছেন দলটির সঙ্গে। বিদেশি ক্রিকেটারদের মধ্যে চারজনের সঙ্গে চুক্তি সেরেছে রংপুর। ক্যারিবিয়ান অলরাউন্ডার ম্যাথু ফোর্ডের সাথে যুক্তরাজ্যের টপ অর্ডার ব্যাটার ওয়েইন ম্যাডসেন ও পেসার জ্যাক চ্যাপেল খেলবেন রংপুরের জার্সিতে।
যুক্তরাষ্ট্র থেকে রংপুর দলে নিয়েছে বাঁহাতি অফ স্পিনের সাথে ব্যাটিং দক্ষতা থাকা অলরাউন্ডার হারমিত সিংকে। আগামী ২৬ নভেম্বর শুরু হয়ে গ্লোবাল সুপার লিগ চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত। টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৫ দেশের ৫টা দল।
স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নিচ্ছে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। যদিও শুরুতে বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে এই টুর্নামেন্টে অংশ নিতে প্রস্তাব দেয়া হয়েছিল। তারা সেই প্রস্তাব ফিরিয়ে দেয়ায় খেলার সুযোগ হয় রংপুরের।
রংপুর রাইডার্স স্কোয়াড :
নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, শেখ মাহেদি, আফিফ হোসেন, মোহম্মদ সাউফউদ্দিন, সাইফ হাসান, রিশাদ হোসেন, আরাফাত সানি, কামরুল ইসলাম রাব্বি, ম্যাথু ফোর্ডে (ওয়েস্ট ইন্ডিজ), হারমিত সিং (যুক্তরাষ্ট্র), ওয়েইন ম্যাডসেন (ইংল্যান্ড), জ্যাক চ্যাপেল (ইংল্যান্ড)