আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশালে ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।
সোমবার (৪ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের আমতলার মোড় এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যানারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
এতে সাময়িক সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে গেলে নগরজুড়ে তীব্র জানজট হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা বিভিন্ন সময়ে যে বৈষম্যর শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যর শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে লক্ষে ছয় দফা দাবি পেশ করেছে।
দাবিগুলোর মধ্যে রয়েছে, স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে; ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা প্রদান করে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগ এর ব্যবস্থা করতে হবে পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে; গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে; ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটি তে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে; মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে এবং বি ফার্ম সহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।
এ সময় বিক্ষোভকারীরা বলেন, বিভিন্ন সময়ে যে বৈষম্যের শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যের শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেছি আমরা। দাবিগুলো দ্রুত বাস্তবায়নের ও কথা বলছি, তা না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছি আমরা।
এদিকে ঘণ্টাব্যাপী মহাসড়কে অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আইএইচটি ক্যাম্পাসে গিয়ে শেষ হয়।
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। যা বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস হয়ে বান্দরোড হয়ে আমতলার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।