আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
ভোলা প্রতিনিধি:-
ভোলায় ৪ ই নভেম্বর জাগো ফাউন্ডেশনের উদ্যোগে ভিবিডি ভোলা জেলায় আজ সকালে “নাগরিক শিক্ষা” বিষয়ে একটি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
ফুড ল্যান্ড রেস্টুরেন্টে আয়োজিত এই কর্মশালায় ভোলা জেলার বিভিন্ন স্কুল ও কলেজ থেকে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
কর্মশালার মূল উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে নাগরিক অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং সামাজিক দায়িত্ব সম্পর্কে তাদের ধারণা দেওয়া। কর্মশালায় নাগরিক জীবন ও অধিকার সম্পর্কে নানা বিষয়ে আলোকপাত করা হয়, যা তাদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে।
এই উদ্যোগের টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করেন ভিবিডি ভোলা জেলার প্রেসিডেন্ট আরিফুল ইসলাম। তিনি শিক্ষার্থীদের সাথে নাগরিকত্ব, অধিকার, দায়িত্ব এবং সামাজিক উন্নয়নে নিজেদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
শিক্ষার্থীরা এই কর্মশালার মাধ্যমে নাগরিক শিক্ষার বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান অর্জন করে এবং নিজেদেরকে দক্ষ ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পায়।