আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:৫৮ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
টাঙ্গাইলের বাসাইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান গাউসকে আটক করেছে সেনাবাহিনী। শনিবার রাতে তার নিজ বাড়ি বাসাইল দক্ষিণপাড়া এলাকা থেকে আটক করা হয়। আটক হাজী মতিয়ার রহমান গাউস বাসাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদের মিয়ার ছেলে। পরে তাকে পুলিশ টাঙ্গাইল সদর থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের হামলায় গ্রেফতার দেখায়।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাত শনিবার রাতে সেনাবাহিনীর একটি টিম বাসাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মতিয়ার রহমান গাউসের বাড়ি ঘেরাও করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সেনাবাহিনী তাকে রাতেই বাসাইল থানায় হস্তান্তর করে। পরে পুলিশ তাকে ৪ আগস্ট শহরের জেলা সদর সড়কের বিবেকানন্দ হাইস্কুল অ্যান্ড কলেজের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের হামলা মামলায় গ্রেফতার দেখায়। পরবর্তীতে রোববার সকালে বাসাইল থানা পুলিশ গাউসকে টাঙ্গাইল সদর থানায় হস্তান্তর করে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানবীর আহম্মেদ বলেন, তাকে এ মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে। রবিবার দুপুরে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।