আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬ পূর্বাহ্ন

Logo
News Headline :
চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’
বাউফলে এলসিএসদের মাঝে চেক বিতরণ

বাউফলে এলসিএসদের মাঝে চেক বিতরণ

ডেস্ক নিউজ :-

পটুয়াখালীর বাউফলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি- ৩ ( আর ই আর এমপি-৩) শীর্ষক প্রকল্পের ১৫০ এলসিএস মহিলা কর্মীদের মধ্যে সঞ্চয়কৃত অর্থের চেক বিতরণ করেন নির্বাহী প্রকৌশলী হোসেন আলী মীর।

প্রতি জনে ১ লক্ষ ১৯ হাজার ৬ শত ৪৮ টাকা করে পান। গতকাল বুধবার (৩০ অক্টোবর) সকাল সারে ১০ টায় উপজেলা অডিটরিয়াম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

বাউফল উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজী’র সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হোসেন আলী মীর নির্বাহী প্রকৌশলী , (এলজিইডি) পটুয়াখালী।

বিশেষ অতিথি ছিলেন শ্যামল কুমার গাইন, উপজেলা প্রকৌশলী এলজিডি বাউফল। । এ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলী ইবনে আব্বাস উপসহকারী প্রকৌশলী এলজিইডি, মোঃ আতিকুর রহমান উপ-সহকারী প্রকৌশলী এলজিডি, মোঃ খলিলুর রহমান ,সিও এলজিই, অফিস সহকারী হাবিবুর রহমান, ইলেকট্রিশিয়ান মমিনুল ইসলাম, সুপারভাইজার নজরুল ইসলাম, আনোয়ার হোসেন প্রমুখ।

এ সময়ে প্রকৌশলী শ্যামল কুমার গাইন তিনি বলেন (আর ই আরএমপি -৩) এলজিইডি শীর্ষ প্রকল্পের আওতায় এলসিএস সদস্যরা ৪ বছর পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণে কাজ করেন ।

প্রতিমাসে তারা ৭ হাজার ৫ শত টাকা বেতন পেতেন তা থেকে মাসিক ২ হাজার ৪ শত টাকা ব্যাংকে জমা রাখেন এবং তাদের উক্ত সঞ্চয়ের টাকা জমা হয়েছে এক লক্ষ ১৯ হাজার ছয় শত ৪৮ টাকা।

ইতিপূর্বে এলজিইডি অফিসের মাধ্যমে এলসিএস সদস্যদের স্বাবলম্বী করার জন্য বিভিন্নভাবে প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। তাই আমি মনে করি একজন দুস্থ ও অবহেলিত মহিলা আজকে যে টাকা পাচ্ছে এ টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হতে

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com