আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশালের গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত।
গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, হারিছের বিরুদ্ধে থানায় তিনটি মামলা রয়েছে। পুলিশ তাকে দীর্ঘদিন যাবত খুঁজছিলো।
মঙ্গলবার সকালে রাজধানীর রামপুরায় আত্মগোপনে থাকা হারিছকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃতকে বরিশালে নিয়ে আসা হয়েছে। তাকে আদালতে হাজির করা হচ্ছে।