আজ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:১২ অপরাহ্ন
খেলা ডেস্ক :—
এ মাসেই ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সেখানে নাজমুল হোসেনরা খেলবেন দুই টেস্ট ও তিন টি–টোয়েন্টি ম্যাচের দুটি সিরিজ। ১৯ সেপ্টেম্বর চেন্নাই ম্যাচ দিয়ে শুরু টেস্ট সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি হওয়ার কথা কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে। এরপর টি–টোয়েন্টি সিরিজ শুরু হওয়ার কথা গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে।
তবে কানপুরে বাংলাদেশ–ভারত দ্বিতীয় টেস্টে ঝামেলা করার হুমকি দিয়েছে অখিল ভারত হিন্দু মহাসভা নামে একটি রাজনৈতিক দল। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কথা ২৭ সেপ্টেম্বর। অখিল ভারত হিন্দু মহাসভা নামের রাজনৈতিক দলটি এ হুমকি দেওয়ার কারণও জানিয়েছে। তাদের দাবি, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা চালানো হয়েছে। সেখানে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ করতেই বাংলাদেশ–ভারতের এ দুটি ম্যাচ বাতিলের আহ্বান জানাচ্ছে তারা।