আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে বিদায় করে ১৪ বছর পর ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড। শুক্রবার (১৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ক্যারিবীয়দের ৮ রানে হারায় কিউইরা।
২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে এই ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল নিউজিল্যান্ড। আট বছর পর তারই প্রতিশোধ নিল দলটি। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই আসর ২০০৯ ও ২০১০–এ ফাইনাল খেলেছিল নিউজিল্যান্ড। ২০০৯ বিশ্বকাপে ফাইনালে তারা হেরেছিল ইংল্যান্ডের কাছে, পরেরবার অস্ট্রেলিয়ার কাছে। এবার ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এবার নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী রবিবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে এই ম্যাচ।
শারজাতে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৮ টানে থামে নিউজিল্যান্ড। শুরুতে গোছানো ক্রিকেট খেলে নিউজিল্যান্ড। ৪৮ রানে ওপেনিং জুটি ভাঙতেই অল্প সময়ে তারা তিন উইকেট হারিয়ে বসে। এরই মাঝে দুই ওপেনার সুজি বেটস ২৬, জর্জিয়া ফ্লিমার ৩৩ ও অ্যামেলিয়া কের মাত্র ৭ রান করে আউট হয়েছেন। শেষদিকে ব্রুক হ্যালিডে (১৮) ও ইসাবেলা গেজরা (২০) ঝড় তোলার চেষ্টা করেও সেটি বড় করতে পারেননি।
পরবর্তীতে আর কোনো ব্যাটারই উল্লেখযোগ্য রান না পাওয়ায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে নিউজিল্যান্ডের স্কোরবোর্ডে ১২৮ রান জমা হয়। বিপরীতে উইন্ডিজদের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন দিয়েন্দ্রো দোটিন। যদিও শেষপর্যন্ত তার এমন নৈপুণ্যেও ফল পক্ষে আসেনি।
লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। পাওয়ার প্লেতে ২ উইকেট হারালেও, তারা মাত্র ২৫ রান তুলতে পারে। এরপর প্রথম ১০ ওভারে ৩ উইকেটে ৪৮ রান ওঠে সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের স্কোরবোর্ডে। তবে তখনও ক্রিজে দলের বড় তারকা হেইলি ম্যাথিউস থাকায় হয়তো আশা হারায়নি তারা। কিন্তু তিনিও ফিরে যান দলীয় ৫১ রানে। তবে পরের ১০ ওভারে তাদের সামনে ৮০ রানের কঠিন সমীকরণ দাঁড়ায়।
সেই সমীকরণ মেলাতে বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তোলেন দিয়েন্দ্রো দোটিন। ২২ বলে ৩৩ রান করলে যোগ্য সঙ্গ না পাওয়ায় শেষ ৪ ওভারে ৩৪ রান করতে হতো ক্যারিবীয়দের। সেই সময় দোটিন আউট হয়ে সেই সম্ভাবনা নিভিয়ে দেন। উইন্ডিজরাও ৮ উইকেটে সবমিলিয়ে ১২০ রান তুলে ক্ষান্ত হয়।
তাদের হয়ে সর্বোচ্চ রান দোটিনের ব্যাটে এসেছে। এ ছাড়া অ্যাফি ফ্লেচার ১৭, হেইলি ম্যাথিউস ১৫ ও স্টেফানি টেইলর ১৩ রান করেন। বিপরীতে কিউইদের ফাইনালে তোলার পথে ৩ উইকেট নিয়েছেন এডেন কারসন। অ্যামেলিয়া কের নেন ২ দুইকেট।