আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪০ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
দুই বছর আগে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ের স্মৃতি বাংলাদেশি ফুটবলারদের স্মৃতিতে এখনো টাটকা। গ্রুপপর্বে গতবারের মতো এবারো প্রতিপক্ষ হিসেবে প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে পাচ্ছে বাঘিনীরা। উদ্বোধনী ম্যাচে তাদের হারিয়ে সেমির টিকিট কাটতে লাল-সবুজের দল প্রস্তুত বলে পরিষ্কার বার্তা দিয়েছেন ফরোয়ার্ড ঋতুপর্না চাকমা।
গত আসরে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচে জালের দেখা পেয়েছিলেন ঋতুপর্ণা। এবারো কি তেমন কিছুর পুনরাবৃত্তি হবে? ২০ বর্ষী ফুটবলার অবশ্য নিজের নয়, দলের সকলকে নিয়েই নিজের মনোভাব জানান।
শুক্রবার কাঠমান্ডুর আনফা মাঠে স্থানীয় সময় সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত অনুশীলনে ব্যস্ত ছিল বাংলাদেশ দল। অনুশীলনের পর খেলোয়াড়রা বরফ স্নান ও রিকভারি সেশনে অংশ দেন।
রিকভারি সেশনের পর পাকিস্তান দল প্রসঙ্গে গণমাধ্যমকে ঋতুপর্ণা বলেন, ‘আমরাও প্রস্তুত। আমরাও তাদের থেকে কম নই। আমাদের যে খেলা, সেটার ধারাবাহিকতা ধরে রাখার এবং দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করবো।’
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ৫-২ গোলে হারলেও মাঠের খেলায় আগের চেয়ে উন্নতির ছাপ রেখেছে পাকিস্তানি মেয়েরা। তাই পূর্বের সাফের মতো তাদের জালে হাফ ডজন গোল পাওয়া সম্ভব কিনা, এটি ঋতুপর্ণা পা মাটিতে রাখতে চাইলেন। তার ভাষ্য, ‘ম্যাচের পরিস্থিতির উপর নির্ভর করবে। তবে আমাদের যে সহজাত খেলা, সেটার ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করবো।’
গত সাফের থেকে এবারের সাফে যে সাতটা দল এসেছে, তারা শক্তিশালী। সবগুলো ম্যাচই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। গতকাল আমরা পুরোটা সময় ভারত-পাকিস্তানের ম্যাচ দেখলাম, সামনে পাকিস্তানের বিপক্ষে খেলবো ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। কেননা, আমি মনে করি, গত সাফের চেয়ে পাকিস্তান অনেকটা উন্নতি করেছে।’
দলে সুযোগ পাওয়া প্রতিটি খেলোয়াড়ের সামর্থ্যের প্রতি অগাধ আস্থা রাখছেন ঋতুপর্ণা। শতভাগের বেশি সবাই মাঠে দেওয়ার চেষ্টা করবেন বলে পরিষ্কার ভাষায় বললেন।
আমাদের যে ২৩ জনের স্কোয়াড, ‘এখানে সবার (সামর্থ্য) ১৯-২০। যে যখনই মাঠে নামুক, সবাই ১২০ শতাংশ দেওয়ার চেষ্টা করবে। আমরা যে শিরোপাধারী, সেটার ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করবো।’
আগেও বলেছি, আমাদের সবার মানে খুব বেশি পার্থক্য নেই। যে যে পজিশনেই খেলুক, সবাই সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করবে। আমরা তো ওই পজিশন ধরে রাখার জন্য কঠোর পরিশ্রম করছি।’