আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৪২ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশাল-ঢাকা মহাসড়কের বাসের সাথে প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ঢাকা শিশু হাসপাতালের উপ-পরিচালকসহ দুইজন গুরুতর আহত হয়েছে। শুক্রবার সকালে বরিশালের বাবুগঞ্জ উপজেলার সাত মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
আহতরা হলেন চিকিৎসক খালিদ মাহমুদ খালিদ (৫০) ও তার প্রাইভেট কারের চালক মাগুড়ার গোড়ানাদ এলাকার বাসিন্দা হানিফ মল্লিকের ছেলে কামাল মল্লিক (৩৫)। তাদের ঢাকার উদ্দেশ্যে পাঠিয়ে দেয়া হয়েছে বলে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মনিরুজ্জামান শাহীন জানিয়েছেন।
বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার জানান– বরিশাল থেকে একটি বাস যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে আসছিলো প্রাইভেটকারটি। বাবুগঞ্জের সাতমাইল এলাকায় পৌছুলে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে প্রাইভেট কারে থাকা চালক ও চিকিৎসক আহত হয়। তাদের উদ্ধার করে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি জানান– দুর্ঘটনার পর বাস চালক পালিয়েছে। তবে বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন ওসি।
বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক বলেন, দুর্ঘটনায় শিশু হাসপাতালের উপ-পরিচালকের পা ভেঙ্গে গিয়েছে। তবে তিনি আশংকামুক্ত। বিকেলে চিকিৎসক ও তার চালককে ঢাকা পাঠানো হয়েছে।