আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে মুখ খুললেন লিওনেল মেসি। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে ইন্টার মায়ামির চেজ স্টেডিয়ামে ‘মার্কা আমেরিকা অ্যাওয়ার্ড’ পুরস্কার গ্রহণের অনুষ্ঠানে বিষয়টি নিয়ে কথা বলেন তিনি।
মেসি সাফ জানিয়ে দেন ২০২৬ বিশ্বকাপে খেলার বিষয়টি নিয়ে আগেভাগেই কোনো সিদ্ধান্ত নিতে চান না। অনুষ্ঠানে মেসি বলেন, ‘দেখা যাক কী হয়। এখনই বেশি সামনে এগোতে চাই না। প্রতিটি দিন উপভোগের চেষ্টা করি।’
তিনি বলেন, ‘আশা করি এই পর্যায়ে খেলা চালিয়ে যেতে পারব, ভালো অনুভব করব এবং সুখী থাকব। যেটা ভালোবাসি সেটা যখন করার সুযোগ পাই তখন ভালো থাকি। ২০২৬ বিশ্বকাপে খেলার চেয়ে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এখনো বিশ্বকাপে খেলার লক্ষ্য স্থির করিনি, কিন্তু প্রতিটি দিন ধরে ধরে ভালো থাকার চেষ্টা করছি।’
মেসি বলেন, ‘আমি এখনো শিরোপার জন্য ক্ষুধার্ত, যদিও আমার বয়স বাড়ছে, পরিবার বড় হচ্ছে। আমি তাদের সমর্থন অনুভব করি, তাই আমি অপ্রতিরোধ্য। আমি ফুটবল ভালোবাসি এবং এটাই আমাকে সবকিছু দিয়েছে।’
ক্যারিয়ারের সায়াহ্নে এসেও থেমে নেই মেসির অর্জনের ঝুলি। শুধু দলগত শিরোপা নয়, ব্যক্তিগত অর্জনেও অনেক এগিয়ে মেসি। ৮ ব্যালন ডি’অর, ২ ফিফা বিশ্বকাপ গোল্ডেন বল, ৬ ইউরোপিয়ান গোল্ডেন বুটসহ তার ঝুলিতে আছে ৫৬টি ব্যক্তিগত পুরস্কার। সব মিলিয়ে জিতেছেন ১০২টি শিরোপা। তার এমন অর্জনকে স্বীকৃতি দিতে স্প্যানিশ সংবাদ মাধ্যম ‘মার্কা’ চেজ স্টেডিয়ামে তাকে বিশেষ পুরস্কারে ভূষিত করেছে। তার হাতে ১৭ অক্টোবর রাতে ‘মার্কা আমেরিকা’ অ্যাওয়ার্ড তুলে দেন মার্কার পরিচালক হুয়ান ইগনাসিও গ্যালার্দো।