আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩ অপরাহ্ন
খেলা ডেস্ক :-
ব্যর্থতাময় ভারত সফরে টি-টোয়েন্টি সিরিজে ভিন্ন ভিন্ন ম্যাচে ব্যক্তিগত নৈপুণ্য দেখান তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয়। আইসিসি র্যাঙ্কিংয়ে এর পুরস্কারও পেলেন বাংলাদেশের এই দুই ক্রিকেটার। ছেলেদের র্যাঙ্কিংয়ের হালনাগাদ বুধবার (১৬ অক্টোবর) প্রকাশ করেছে আইসিসি। তাসকিন, হৃদয় ছাড়াও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন লিটন কুমার দাস, মুস্তাফিজুর রহমান, তানজিদ হাসান। পেছানোর তালিকায় আছেন নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেনরা।
দিল্লিতে দ্বিতীয় ম্যাচে ভারতের রানোৎসবের মাঝেও ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ২ উইকেট নেন তাসকিন। শেষ ম্যাচেও তিনি ধরেন এক শিকার। এর সৌজন্যে ১১ ধাপ এগিয়ে ১৯ নম্বরে উঠেছেন অভিজ্ঞ পেসার। সিরিজের তিন ম্যাচে ৪ উইকেট নেওয়া মুস্তাফিজ এক ধাপ এগিয়ে এখন ১৫ নম্বরে। দেশের বোলারদের মধ্যে তিনিই সবার ওপরে। শেষ দুই ম্যাচ মিলিয়ে ৫ উইকেট নিয়ে সাত ধাপ এগিয়ে ৬১ নম্বরে উঠেছেন তানজিম।তিন ম্যাচ মিলিয়ে ওভার প্রতি ১৪-র বেশি রান খরচ করে ১২ ধাপ পিছিয়ে ৩৭ নম্বরে নেমে গেছেন লেগ স্পিনার রিশাদ। অফ স্পিনার শেখ মেহেদি হাসান তিন ধাপ পিছিয়ে এখন ৪১ নম্বরে। বোলারদের সেরা দশে পরিবর্তন আছে কয়েকটি। বাংলাদেশের বিপক্ষে দারুণ বোলিং করে চার ধাপ এগিয়েছেন রাভি বিষ্ণই। আফগানিস্তানের বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকির সঙ্গে যৌথভাবে আট নম্বরে তরুণ লেগ স্পিনার। এছাড়া শ্রীলঙ্কার মাহিশ থিকশানা পাঁচ ধাপ এগিয়ে ৫ নম্বরে ও ওয়েস্ট ইন্ডিজের গুডাকেশ মোটি দুই ধাপ এগিয়ে ২ নম্বরে উঠেছেন। যথারীতি শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ লেগ স্পিনার আদিল রাশিদ।
হায়দরাবাদে ভারতের রানের সুনামির দিন বাংলাদেশের পরাজয়ের ব্যবধান কমান হৃদয়। ৪২ বলে ক্যারিয়ার সেরা ৬৩ রানের সৌজন্যে চার ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তরুণ ব্যাটসম্যান। এছাড়া দুই ধাপ এগিয়ে ৪০ নম্বরে লিটন। অধিনায়ক শান্ত তিন ধাপ পিছিয়ে এখন ৪৯ নম্বরে। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে সেরা দশে উল্লেখযোগ্য পরিবর্তন শুধু একটি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জেতানো ইনিংসে চার ধাপ এগিয়ে ৮ নম্বরে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের ওপেনার ব্র্যান্ডন কিং। এই তালিকায় মুকুট ধরে রেখেছেন ট্রাভিস হেড।
অলরাউন্ডারদের মধ্যে শীর্ষে ইংল্যান্ডের লিয়াম লিভিংস্টোন। গত সপ্তাহে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের পারফরম্যান্সের ছাপও পড়েছে র্যাঙ্কিংয়ে। ক্যারিয়ার সেরা ২৬২ রানের ইনিংস খেলে শীর্ষস্থান আরও পোক্ত করেছেন জো রুট। তার রেটিং এখন ৯৩২ পয়েন্ট। টেস্ট ব্যাটিংয়ে সবসময়ের সর্বোচ্চ রেটিংয়ের সেরা বিশে ঢুকেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান। ৯৬১ রেটিং নিয়ে এই তালিকার চূড়ায় তর্কযোগ্যভাবে সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্র্যাডম্যান।
এছাড়া মুলতানে ৩১৭ রানের ইনিংস খেলে ১১ ধাপ লাফ দিয়েছেন রুটের সতীর্থ হ্যারি ব্রুক। নিউ জিল্যান্ডের অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসনের সঙ্গে যৌথভাবে দুই নম্বরে বসেছেন তরুণ তারকা। সেরা দশে আর পরিবর্তন নেই। টেস্ট বোলিং র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জাসপ্রিত বুমরাহ। আর অলরাউন্ডারদের তালিকায় এক নম্বরে তারই স্বদেশি রাভিন্দ্রা জাদেজা। সাকিবকে ৪ নম্বরে পাঠিয়ে তিনে উঠেছেন রুট।