আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ আন্তর্জাতিক ডেস্ক :—
যুক্তরাষ্ট্রের টেক্সাসে একসঙ্গে একাধিক গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর গাড়িতে লাগা আগুনে চারজন ভারতীয় নিহত হয়েছেন। এদের মধ্যে একজন নারীও রয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (৩০ আগস্ট) টেক্সাসে অন্তত পাঁচটি গাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে। এতে এক নারীসহ চারজন ভারতীয়র মৃত্যু হয়।
মৃতরা হলেন— আরিয়ান রঘুনাথ ওরামপতি, ফারুক শাইক, লোকেশ পালাচারলা এবং দর্শীনী বাসুদেবন। ওরামপতি এবং তার বন্ধু শাইক ডালাসে তার চাচাতো ভাইয়ের সাথে দেখা করে ফিরছিলেন। লোকেশ পালাচারলা তার স্ত্রীর সাথে দেখা করতে বেন্টনভিলে যাচ্ছিলেন। দর্শীনী বাসুদেবন টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। তিনি বেন্টনভিলে তার মামার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন।