আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৫ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় বিভিন্ন দাবিতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করছেন। শ্রমিক বিক্ষোভের জেরে অন্তত ৭০টি কারখানা ছুটি ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ।
বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে নির্ধারিত সময়ে আশুলিয়ার এলাকার বিভিন্ন কারখানার শ্রমিকরা কারখানায় কাজে যোগ দেন। সকাল সাড়ে ৮ টার দিকে বন্ধ ঘোষণা করা কারখানার শ্রমিকরা চালু থাকা বিভিন্ন কারখানার সামনে এসে বিক্ষোভ করেন। কারখানা লক্ষ্য করে ইটপাটকেল ছুড়েন তারা।
শিল্প পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বিক্ষুব্ধ শ্রমিকদের সঙ্গে চাকরি প্রত্যাশীরাও যোগ দেন। পরে কারখানা কর্তৃপক্ষ কারখানাগুলো ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। বিক্ষুব্ধ শ্রমিকরা পরে সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। সেনাবাহিনী, শিল্পপুলিশের সদস্যরা তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেন।
সকাল ১০টার দিকে নবীনগর—চন্দ্রা মহাসড়কে পলাশবাড়ী এলাকার পার্ল গার্মেন্টস কোম্পানি লিমিটেডের কারখানার সামনে টিফিন ভাতা, বাৎসরিক বেতন বৃদ্ধি, মাতৃত্বকালীন ছুটিসহ নানা দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।