আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
বাউফল পৌরসভার ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিল ও পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আল মামুন আকন(৫০),নাজিরপুর ইউনিয়নের যুবলীগের সাবেক যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আনিচ (৪০) ও দাশপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রাব্বি (২০) নামের ৩জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২অক্টাবর ) ভোর রাতে বাউফল থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
বাউফল থানা সূত্রে জানা যায়,গত ২৪ আগস্ট উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খলিলুর রহমান বাদী হয়ে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক চিফ হুইপ আসম ফিরোজকে প্রধান আসামি করে সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মেয়রসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৬ জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা ৩শ জনকে আসামী করা হয়। (মামলা নং-২৪/৮/২৪ ) ওই মামলায় তাদের তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) মোঃ আতিকুল ইসলাম (আতিক) বলেন, বাউফল থানার মামলা নং-২৪/৮/২৪ সংযুক্ত আসামী হিসাবে তাদের তিনজনকে আটক করা হয়েছে । তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।