আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:২৩ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
পটুয়াখালীর বাউফলে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আজ মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের তিন শতাধিক শিক্ষক অংশ গ্রহন করেন।
প্রাথমিক সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয়ক পরিষদের আয়োজনে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো.কামরুজ্জামান খান ফিরোজ, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন , সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন শিকদার, মো. হেমায়েত উদ্দিন প্রমুখ।
এ সময় আন্দোলনকারীরা ‘১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদর অধিকার’।‘প্রাথমিক শিক্ষা রাষ্ট্রের প্রাণ, দিতে হবে শিক্ষকের মান’। ‘বৈষম্যহীন বইছে হাওয়া, ১০ম গ্রেড আমাদের চাওয়া’সহ বিভিন্ন শ্লোগান দেন’।