আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৯ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সরকারি আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে অগ্নিকাণ্ডে ৪ সন্তনসহ একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাতে উপজেলার জয়শ্রী ইউনিয়নের শীমেরখাল নামক এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন- এমারুল মিয়া (৪২) ও তার স্ত্রী পলি আক্তার (৩৫) এবং তাদের সন্তান পলাশ মিয়া (১২), ফরহাদ মিয়া (১০), ফাতেমা আক্তার (৭) ও ওমর ফারুক (৩)।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দীন, ধর্মপাশা সার্কেলের সহকারী পুলিশ সুপার আলী ফরিদ ও ধর্মপাশা থানার ওসি এনামুল হক ঘটনাস্থলে পরিদর্শন করে ৬ জন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।