আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৪ পূর্বাহ্ন
খেলা ডেস্ক :-
জুলাইয়ে স্থগিত হয়ে যাওয়া বাংলাদেশের বিপক্ষে সিরিজের একাংশের নতুন দিন-তারিখ জানাল আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে আগামী নভেম্বরে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আনুষ্ঠানিক বিবৃতিতে রোববার সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী ৬ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১১ তারিখ। তবে ভেন্যু এখনও ঠিক করা হয়নি বলে জানিয়েছে তারা।
এটি গত জুলাই-অগাস্টে স্থগিত হওয়া বাংলাদেশের পূর্ণাঙ্গ সফরের অংশ। তখন ভারতের গ্রেটার নয়ডায় হওয়ার কথা ছিল দুই দলের দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
তবে ভারত ও সংযুক্ত আরব আমিরাতের অত্যধিক গরম বিবেচনায় রেখে দুই দেশের ক্রিকেট বোর্ডের সমঝোতার ভিত্তিতে তখন স্থগিত করা হয় ওই সফর। প্রায় ৪ মাস পর এবার ওয়ানডে সিরিজ খেলতে সম্মত হয়েছে দুই দল।
এর আগে-পরেও ব্যস্ত সময় বাংলাদেশের। ভারত সফর শেষে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট খেলবে তারা। এরপর আফগানিস্তান সিরিজ শেষ করে আবার দুই টেস্ট, তিন ওয়ানডে ও তিন টি-টোয়েন্টি খেলতে ক্যারিবিয়ানে যাবে বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর ডিসেম্বরে জিম্বাবুয়েতে পূর্ণাঙ্গ সফরে যাবে সম্প্রতি প্রোটিয়াদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জেতা আফগানিস্তান।