আজ রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১০:১২ পূর্বাহ্ন
টাঙ্গাইল পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর হাসান ফেরদৌস নোমানকে গ্রেফতার করেছে র্যাব-১৪। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত ১০ শ্রেণির শিক্ষার্থী মারুফ মিয়া (১৪) হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।তানভীর হাসান ফেরদৌস নোমান টাঙ্গাইল পৌরসভার প্যানেল মেয়রের দায়িত্ব পালন করেছেন। তিনি এ হত্যা মামলার ১৬ নম্বর আসামি।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, র্যাব গ্রেফতারের পর কাউন্সিলর নোমানকে আমাদের কাছে হস্তান্তর করে। পরে নোমানকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো রিমান্ড শুনানি হয়নি।