আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
আওয়ার ডেইলি খেলা ডেস্ক;-
চেন্নাই টেস্টে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব আল হাসান। বল হাতে একটা উইকেটও পাননি। ব্যাট হাতেও দুই ইনিংসে থিতু হয়ে আউট হয়েছেন।তবে এই টেস্টে আলোচনায় ছিল তার বোলিং। প্রথম ইনিংসে ৫৩ ওভার শেষে বল হাতে নেন তিনি। এরপর দ্বিতীয় ইনিংসে দ্রুত বোলিংয়ে এলেও পরের দিন বল করেছেন প্রথম সেশনের শেষ দিকে গিয়ে। সব মিলিয়ে দুই ইনিংস মিলে সাকিব বল করেছেন ২১ ওভার।
সে কারণেই প্রশ্ন উঠে গেছে, দলের যখন প্রয়োজন, তখন সাকিবের বোলিংয়ে না আসার কারণ কী? মুরালি কার্তিক জানিয়েছিলেন তাকে সাকিব বলেছেন আঙুলে সমস্যা আছে তার।তবে এবার নাজমুল হোসেন শান্ত জানালেন ভিন্ন কথা। তিনি জানালেন কৌশলগত কারণে সাকিবকে কম বল করিয়েছেন প্রথম ইনিংসে।