আজ শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক ;-
বরিশালের মুলাদী উপজেলায় ২০১৬ সালের ১ জুন পুলিশের ক্রসফায়ারে সলিম হাওলাদার নিহতের ঘটনায় ২৫ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে এ মামলা করেন নিহতের ভাই মোস্তফা হাওলাদার। বিচারক শারমিন সুলতানা সুমি অভিযোগটি আমলে নিয়ে মুলাদী থানা ওসিকে তদন্তের নির্দেশ দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৬ ঢাকা র্যাব সলিম হাওলাদারকে গ্রেফতার করে মুলাদী থানা হস্তান্তর করে। মুলাদী থানা পুলিশ সলিম হাওলাদারকে ক্রসফায়ার দেয় বলে জানা যায়।
জানা গেছে, সলিম হাওলাদার বিরুদ্ধে একাধিক মামলা এবং সন্ত্রাসী কার্যক্রমে অভিযোগ ছিল। নিহত ব্যক্তি বিএনপি মতাদর্শী থাকলেও কোনো পদে ছিলেন না।