আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ বিনোদন ডেস্ক;-
আজ ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভানের জন্মদিন। তাকে অজস্র মানুষ জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। তবে আরেক জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের শুভেচ্ছাবার্তাটি বেশ অণ্যরকম।কারণ সাফা জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে জোভানের স্বভাবের নতুন একটি দিক তুলে ধরলেন সবার সামনে।
এজন্যই জোভানের স্বভাবের গোমর ফাঁস করে সাফা ফেসবুকে লিখেছেন, ‘আমার চেনাজানা মানুষের মধ্যে সবচেয়ে মজার মানুষ জোভানকে জন্মদিনের শুভেচ্ছা। একসঙ্গে অভিনয় করতে করতে একটা পর্যায়ে আমরা বন্ধু হয়ে উঠি। তুমি আমার জীবনে যে আনন্দ, হাস্যরস আর ইতিবাচক শক্তি সঞ্চার করেছো তার জন্য আমি চির কৃতজ্ঞ। আরও অনেক বছর এমন হাসিমাখা মুখ আর দারুণ অভিনয় দিয়ে আমাদের পৃথিবীকে সুন্দর করে রাখ। আরও দারুণ দারুণ কাজ কর।’