আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৪৭ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে ভুটানে। ২৩ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ। নেতৃত্ব দেবেন নাজমুর হুদা ফয়সাল। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ ভিত্তিতে সেমিফাইনাল ও ফাইনাল হবে। আসর চলবে ২০-৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
আসরে অংশ নিচ্ছে সাত দেশ। উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। দুই গ্রুপে ভাগ হওয়া আসরে ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ। বাকি দুই দল ভারত ও মালদ্বীপ। গ্রুপ ‘বি’তে আছে ভুটান, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। সবগুলো ম্যাচ হবে ভুটানের চাংলিমিথাং স্টেডিয়ামে।
বাংলাদেশর ম্যাচ
২০ সেপ্টেম্বর: বাংলাদেশ-ভারত
২২ সেপ্টেম্বর: মালদ্বীপ-বাংলাদেশ
বাংলাদেশ দল
গোলরক্ষক: নাহিদুল ইসলাম, আলিফ রহমান ইমতিয়াজ, ইসমাইল হোসেন রাকিব।
সেন্টার লেফট ও রাইটব্যাক: আশিকুর রহমান, ইকরামুল ইসলাম, কলিলুর রহমান আনওয়ার, সিয়াম অমিত, শেখ সংগ্রাম, সানি দাস।
সেন্টার মিডফিল্ডার: মিঠু চৌধুরী, কামাল মৃধা, নাজমুল হোসেন ফয়সাল, আকাশ আহমেদ, শফিক রহমান, মেহেদী হাসান।
রাইট ও লেফট উইঙ্গার: রিপন, জয় আহমেদ, মুর্শেদ আলী।
ফরোয়ার্ড: মানিক, রিফাত কাজী, অপু রহমান এবং সি মং সিং মারমা।