আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫৩ পূর্বাহ্ন

Logo
সিরাজগঞ্জে মিনি ট্রাক হতে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিম

সিরাজগঞ্জে মিনি ট্রাক হতে ২৬ কেজি গাঁজা উদ্ধার করে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিম

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-

সিরাজগঞ্জে অভিনব কায়দায় পাচারারের সময় গরু বহনকারী মিনি ট্রাক হতে ২৬কেজি গাজা উদ্ধার করেছে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিম।

শনিবার  বিকালে ৫ দিকে সিরাজগঞ্জ জেলার সলংগা থানার ভুইয়াগাতি এলাকা হতে , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গরু বহনকারী মিনি ট্রাকের মধ্যে বিশেষ কৌশলে পাচারকালে ২৬ কেজি গাজা ও এ কাজে ব্যবহৃত একটি মিনি  ট্রাকসহ  দুই জনকে আটক করেছেন ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিম।

আটকৃতরা হলেন, রফিকুল ইসলাম  পিতা: মৃত  উসমান আলী,  সাইফুল ইসলাম পিতা: মৃত তছিমউদ্দিন।

এ সময় ডিএনসি রাজশাহী গোয়েন্দার উপ পরিচালক  জিল্লুর রহমান বলেন,মাদক পাচারকারীদের সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে, এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের এর প্রস্তুতি

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com