আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৭:২৬ অপরাহ্ন

Logo
২১ টাকা দরে ভারত থেকে এলো আলু

২১ টাকা দরে ভারত থেকে এলো আলু

বানিজ্য ডেস্ক :-

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আড়াই মাস পর ভারত থেকে আলু আমদানী শুরু হয়েছে। ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু দেশে প্রবেশ করেছে। প্রতি টন আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হয়, যা কেজি দরে ২১.৬ টাকা পড়েছে।

দিনাজপুর হিলি স্থল বন্দর আমদানী-রপ্তানি কারক অ্যাসোয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বুধবার রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দেশের বাজারে আলুর দাম নিয়ন্ত্রণ রাখতে ভারত থেকে আমদানী কারক ব্যবসায়ীরা আলু আমদানী করেছেন। বুধবার দুপুরে ভারত থেকে রাত ৮টা পর্যন্ত ৫টি ট্রাকে ১০৮ মেট্রিক টন আলু আমদানী করা হয়েছে।

এসব আলু মেসার্স প্রিয়ম ইন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান আমদানী করেছে।

টন প্রতি আলু ১৮০ মার্কিন ডলারে আমদানী হয়, যা কেজি দরে ২১ দশমিক ৬ টাকা পড়েছে বলে জানান হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানী গ্রুপের সহ-সভাপতি শহীদুল ইসলাম শহীদ। তিনি বলেন, আমদানীকারকেরা পাইকারি বাজারে সর্বোচ্চ ২৫ টাকা কেজি ধরে এই আলু বিক্রি করবেন।

খুচরা বাজারে এ আলু পরিবহন খরচসহ ৩০ টাকা থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হলেই খুচরা ব্যবসায়ীদের পুষিয়ে যাবে।

হিলি স্থলবন্দর সিএনএফ এজেন্ট পারভেজ হোসেন বলেন, ভারত সরকার আলুর ক্ষেত্রে শুল্ক কমে দিয়েছে এবং দেশে আলুর বাজার ঊর্ধ্বগতি, এসব বিবেচনায় বাণিজ্য মন্ত্রণালয় আলু আমদানীর অনুমতি দেয়। বাজারে আমদানী বাড়লে আলুর বাজার দর নিয়ন্ত্রণ থাকবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

সর্বশেষ গত ৮ জুলাই ভারত থেকে আলু আমদানী করা হয়েছিল।

বর্তমানে ভারতে আলুর মূল্য কম থাকায় দিনাজপুরসহ দেশের অন্যান্য জেলা থেকে ব্যবসায়ীরা আলু আমদানীর উপর গুরুত্ব দিচ্ছেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com