আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-
ভারতীয় চিনি পাচারকালে সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলায় বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৬ হাজার ২শ’ কেজি (১৫৫ মণ) উদ্ধার করেছে।
জানা গেছে, রোববার সকালে ৪৮ বিজিবির শ্রীপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন আলু বাগান নামক স্থানে অভিযান চালায়। এ সময় ৩১০০ কেজি ভারতীয় চিনি ও ১টি ডিআই পিকাপ মালিকবিহীন উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ১৯ লাখ ৬৫ হাজার টাকা।
একই দিন সকালে ৪৮ বিজিবির প্রতাপপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন লাল গাং রাস্তা নামক স্থান হতে অভিযান চালিয়ে ২৮০০ কেজি ভারতীয় চিনি মালিকবিহীন উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৪ লাখ ২০ হাজার টাকা।
অপরদিকে, ৪৮ বিজিবির তামাবিল বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট থানাধীন তামাবিল পোর্ট নামক স্থান হতে অভিযান চালিয়ে ৩০০ কেজি ভারতীয় চিনি মালিকবিহীন উদ্ধার করে। এর আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা।