আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
শরীয়তপুরে বিএনপি ও যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পৌরসভা যুবদলের অফিস ভাঙচুরের অভিযোগ ওঠেছে।
সোমবার রাতে পৌরসভার জেলখানা গেট এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শরীয়তপুর পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক টিটু চোকদারের সঙ্গে বিএনপি নেতা সুমন খানের সঙ্গে দীর্ঘদিন ধরে অন্তঃকোন্দল চলে আসছে।
সোমবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়পক্ষের লোক সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় সুমন খানের সমর্থকদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে টিটু চোকদারের যুবদলের কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠে। পরে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।