আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৭ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, পরাজিত ঘাপটিমারা পতিত শক্তি যাতে নতুন করে স্যাবোটাজ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে রাতের বেলায় কালনাগিনী হয়ে সংখ্যালঘুদের ছোবল দিতো। আর দিনে বেলায় ওঝা হয়ে ঝাড়তো। আওয়ামী লীগ প্রতারণার মাধ্যমে রাজনীতি করতো। এখন আওয়ামী লীগ নাই। তিনি আসন্ন দুর্গাপূজায় মুসলমানদের সহযোগিতার আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই না আর কোন সংখ্যালঘুদের যেন কেউ নির্যাতন করতে না পারে। এখন আলেম সমাজ সংখ্যালঘুদের নিরাপত্তার মধ্য দিয়ে নতুন বাংলাদেশ গড়বে।
বৃহস্পতিবার সকালে মাদারীপুর ঈদগাহ মাঠে আয়োজিত মহাসমাবেশে তিনি বলেন, ৫ আগস্টের পরে জালিম ফ্যাসিবাদী শেখ হাসিনা বাংলার জমিনে এক ইঞ্চি মাটি আশ্রয়ের জন্য খুঁজে পায়নি।
বাংলাদেশ খেলাফত মজলিসের মাদারীপুর শাখার সভাপতি হাবিব আহমাদের সভাপত্বিতে বক্তব্য রাখেন, চন্দ্রিবর্দির পীর মাওলানা আলী আহমাদ চৌধুরী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলা জালালুদ্দিন আহমদ, মুফতি সারাফাত হোসাইন, মাদারীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মেজবাউল ইসলাম প্রমুখ।