আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৬ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. নজরুল ইসলাম খানকে আটক করা হয়েছে। আজ বুধবার সকালে ভারতে যাওয়ার উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পার হওয়ার সময় কর্তব্যরত পুলিশ তাঁকে আটক করে। নেত্রকোনার পুলিশ সুপার এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম খান দীর্ঘদিন ধরে হৃদ্রোগে আক্রান্ত। ইতিপূর্বে তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়েছে। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি আত্মগোপনে ছিলেন। আজ সকালে তিনি চিকিৎসার উদ্দেশে বিমানে করে ভারতে যেতে চেয়েছিলেন। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই কর্তব্যরত পুলিশ তাঁকে আটক করে