আজ বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:০৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ববি ছাত্রদলের দোয়া মোনাজাত সেনাবাহিনীর পক্ষ থেকে পিরোজপুরে মুচি সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, দুই ওসি প্রত্যাহার নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি, সুপার বললেন ঠান্ডা লাগে বরিশালে চোলাই মদ ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫ অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ববি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন পত্নীতলায় তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত
বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা, আহত ২

বাড়িতে ঢুকে কুপিয়ে হত্যা, আহত ২

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় সন্ত্রাসীদের হামলায় মতিয়ার বিশ্বাস নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুজন। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ২ নম্বর ওয়ার্ড মশরহাটী গ্রামের ভৈরব ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- একই গ্রামের আ. হালিম (৩৪) ও মনিরুল ইসলাম (৩৮)। স্থানীয় সূত্রে জানা যায়, একদল সন্ত্রাসী রাতের আঁধারে মশরহাটী গ্রামে বসতবাড়িতে ঢুকে তিনজনকে কুপিয়ে জখম করে। পরে স্বজনদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে মতিয়ার বিশ্বাসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় অপর দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ধারণা করা হচ্ছে, নওয়াপাড়া নদী বন্দরের ঘাট দখলকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ও ছুরিকাঘাতের ঘটনা ঘটতে পারে। নিহত ও আহতরা বিএনপি সমর্থক বলে জানা গেছে।

নিহত মতিয়ারের স্ত্রী মিম খাতুন বলেন, মধ্যরাতে হঠাৎ একদল সন্ত্রাসী আমাদের বাড়িতে ঢুকে। এরপর আমার স্বামী ও পাশের বাড়ির হালিম-মনিরুলকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। মতিয়ার প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে গেলে সন্ত্রাসীরা তাকে মাটিতে ফেলে কোপাতে থাকে। একপর্যায়ে নিস্তেজ হয়ে পড়ে মতিয়ার। পরে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় সন্ত্রাসীরা।বিষয়টি নিশ্চিত করে অভয়নগর থানার ওসি আকিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com