আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১১ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
পটুয়াখালী বাউফল উপজেলার নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয়ে অন্ত: বিতর্ক প্রতিযোগীত-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ অক্টোব) দুপুর সাড়ে ১২টায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের হল রুমে ওই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতায় পক্ষ দলে ৯ম শ্রেণীর শিক্ষার্থী মীম আক্তার,তামীমা সুলতানা ও সানজিদা খানম এবং বিপক্ষ দলে অংশ নেয় ফারজানা আক্তার মেঘলা, জান্নাতুল ফেরদৌস ও দিল আফরোজা। এতে বিজয়ী হয় বিপক্ষ দল।
প্রতিযোগীতায় শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয় পক্ষ দলের দলনেতা সানজিদা খানম। বিতর্ক প্রতিযোগীতায় প্রতিপাদ্য বিষয় ছিলো ‘গণতন্ত্র বিনষ্টের মূলে রাজনীতবিদরাই দায়ী’। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহাবুব আলমের সভাপতিত্বে বির্তক প্রতিযোগীতায় বিচারক হিসেবে দায়ীত্ব পালন করেন ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ (চলিত দায়ীত্ব) মু. অহিদুজ্জামান সুপন, দৈনিক বার্তা ও আনন্দ টিভি’র পটুয়াখালী জেলা প্রতিনিধি এম.নাজিম উদ্দিন
বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠানে মডারেটরের ভূমিকা পালন করেন সিনিয়র শিক্ষক এস.এম মাইনুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক আরিফুল ইসলাম, সমাজ সেবক আমিনুল হক কেনান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। অনুষ্ঠান শেষে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থী, বিচারক ও অতিথিদের মাঝে পুরুস্কার বিতরণ করা