আজ বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন

Logo
News Headline :
খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ববি ছাত্রদলের দোয়া মোনাজাত সেনাবাহিনীর পক্ষ থেকে পিরোজপুরে মুচি সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরন জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ, দুই ওসি প্রত্যাহার নির্দিষ্ট সময়ের আগেই মাদ্রাসা ছুটি, সুপার বললেন ঠান্ডা লাগে বরিশালে চোলাই মদ ও গাঁজাসহ স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার ৫ অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ববি প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ৭ বছর পর মা-ছেলের আলিঙ্গনে উষ্ণতায় তুষারাবৃত লন্ডন পত্নীতলায় তারুণ্যের উৎসব কর্মশালা অনুষ্ঠিত
বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে :-উপদেষ্টা হাসান আরিফ

বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে :-উপদেষ্টা হাসান আরিফ

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-

পাহাড়ের সহিংসতার ঘটনায় বিদেশি শক্তি ও পতিত স্বৈরাচারি সরকারের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাঙামাটি সেনা রিজিয়নে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দল, আঞ্চলিক দলের নেতা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বৈঠকে সবাই বলেছেন আমরা সম্প্রীতি চাই। কিন্তু জানি না কোথায় ছন্দপতন হচ্ছে। ছন্দপতনের বিষয়ে সবাই একটি বাক্য উচ্চারণ করেছে; সেটি হলো ষড়যন্ত্র। বাইরে থেকে একটি ষড়যন্ত্র হচ্ছে আমাদের এই সম্প্রীতি নষ্ট করার জন্য।

হাসান আরিফ বলেন, এর পেছনে কারা জড়িত সেটা বের করতে একটি শক্তিশালী তদন্ত কমিটি করা হচ্ছে। তাদের সপ্তাহে দমন করা হবে।

এরআগে, বেলা সোয়া ১২টার সময় স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে স্থানীয় সরকার উপদেষ্টা, পার্বত্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, পুলিশের আইজিপি, দুটি গোয়েন্দা সংস্থার প্রধান, সেনাবাহিনীর চট্টগ্রামের জিওসিসহ নিরাপত্তা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ রাঙামাটি সেনা রিজিয়নের প্রান্তিক মিলনায়তনে উপস্থিত হন।

পরে রাঙামাটির বিভিন্ন সরকারি অফিসের প্রধানগণ, বিএনপি-জামায়াত ও জেএসএসর নেতৃবৃন্দ, চাকমা সার্কেল চিফসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী নেতৃবৃন্দ সৃষ্ট পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com