আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:১৩ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব খাটিয়া বিভিন্ন অনৈতিক কর্মকান্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জনি বিশ্বাসকে। এই জনি বিশ্বাস আ’লীগ সরকার পতনের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ফরিদপুরে নেতৃত্ব দেওয়ার দায়ে জেলও খেটেছিলেন।
শুক্রবার (০৪ অক্টোবর) সকালে ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আরেক সমন্বয়ক আবরার নাদিম ইতু এ তথ্য নিশ্চিত করেছেন।এর আগে বুধবার (০২ অক্টোবর) জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকলের পক্ষে অপর সমন্বয় আবরার নাদিম ইতু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য জনি বিশ্বাসকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রভাব খাটিয়া বিভিন্ন কর্মকান্ডের কারণে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বহিষ্কার করা হলো। তার ভবিষ্যৎ কোন কর্মকাণ্ডে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর দায়বদ্ধ থাকবে না এবং তার সাথে সাংগঠনিকভাবে কাউকে যোগাযোগ না করার নির্দেশ দেয়া হলো।’