আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪১ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে বরিশাল বিভাগের বিভিন্ন নদ-নদীতে অভিযান চালিয়ে ২ লাখ ১ হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। জব্দ হওয়া জালের মূল্য ৫৪ লাখ ৪৫ হাজার ৬০০ টাকা।
এছাড়া গত দুইদিনে ৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১ লাখ ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বিভাগীয় মৎস্য অফিস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ অক্টোবর থেকে ১৪ অক্টোবর রাত পর্যন্ত বরিশাল বিভাগে ২১০টি অভিযান চালানো হয়েছে এবং ৬৫ টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
বরিশাল বিভাগে ৫১ বার বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৩৫৯ বার বিভিন্ন মাছঘাট, ৬৯১ বার বিভিন্ন আড়ত ও ৪০২ বার বিভিন্ন বাজার পরিদর্শন করেছে মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা। দুই দিনের অভিযানে ৫৭৩ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। এছাড়া নৌকাসহ জব্দ হওয়া সরঞ্জাম নিলাম করে ৩৭ হাজার ৫শ’ টাকা আয় হয়েছে।