আজ শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১১:৪৮ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
বরিশালের গৌরনদীতে মহাসড়কের পাশে থামানো ট্রাকের পেছনে মিনি ট্রাকের ধাক্কায় চঞ্চল সরকার (৫৫) নামের এক আমড়া ব্যবসায়ী নিহত হয়েছে। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছে।
শুক্রবার রাত এগারটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার গাইনেরপাড় নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল ঝালকাঠী জেলা সদরের সংগ্রামিল গ্রামের মৃত নগেন্দ্রনাথ সরকারের ছেলে। সে পিরোজপুর জেলার নেছারাবাদ এলাকায় শশুরবাড়িতে থাকতো।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা নিহতের লাশ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ গোলাম রসুল মোল্লা জানান, গাইনেরপাড় নামক এলাকায় আমড়া ভর্তি ট্রাকের চাকা পাংচার হওয়ায় ট্রাকটি থামানো ছিলো। পাংচার হওয়া চাকা দেখতে ছিলেন ট্রাকের সাথে থাকা আমড়ার মালিক চঞ্চল। এ সময় পেছন দিক থেকে একটি মিনি ট্রাক এসে থামানো ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চঞ্চল নিহত হয়। এ ঘটনায় মিনি ট্রাকের হেলপাড় ও স্থানীয় এক বাসিন্দা আহত হয়েছে।
তিনি আরও জানান, ট্রাক দুইটি আটক করা হয়েছে। ঘটনার পরপরই ট্রাক চালকরা পালিয়ে গেছে।