আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৭ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগের পাঁচ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২ অক্টোবর) রাতে সদর থানার পুলিশ তিনজনকে ও গোয়েন্দা পুলিশ (ডিবি) দুইজনকে গ্রেপ্তার করে।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন- বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি ও নলটোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ আলম। বাকি তিনজন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা।
জানা যায়, ১৪ আগস্ট বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগে সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় সাইমুল ইসলাম রাব্বিকে সম্পৃক্ততার অভিযোগে বরগুনা উকিলপট্টি এলাকার তার চেম্বার থেকে গ্রেপ্তার করা হয়।
বরগুনা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশিরুল আলম বলেন, ‘পুরাতন একটি মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে দুইজনকে গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করা হয়েছে।’
ওসি জগলুল বলেন, ‘১৪ আগস্টে করা মামলার তদন্তে অভিযোগের সঙ্গে সম্পৃক্ততা পাওয়ায় সাইমুল ইসলাম রাব্বিকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে এবং অন্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’