আজ শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৮:২২ পূর্বাহ্ন
ডেস্ক নিউজ :-
অটোপাশের দাবিতে কিছু শিক্ষার্থীর বিক্ষোভ-অবরোধের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। রবিবার রাতে এ ঘোষণা দেন তিনি।
সোমবার সকালে শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেওয়ার কথা রয়েছে তার। এসময় শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তপন কুমার সরকার।চেয়ারম্যান বলেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করব। সোমবার পদত্যাগপত্র জমা দেব।