আজ বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন

Logo
পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

পটুয়াখালীতে ছাত্রদল নেতার গাড়িতে আগুন দিয়েছে দূর্বৃত্তরা

ডেস্ক নিউজ :-

পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল আমিন হাওলাদার এবং তাঁর ভাই ইয়ামিন হাওলাদারের ব্যবহৃত প্রাইভেটকারে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।

গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পটুয়াখালী শহরের কলেজরোড এলাকার হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইয়ামিন হাওলাদার বলেন, ‘রাত সাড়ে ৩টার দিকে আমরা আগুন লাগার খবর পেয়ে বের হয়ে সবাই মিলে পানি দিলেও আগুন নেভাতে পারিনি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এটি পরিকল্পিতভাবে করা হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ করেছি।’

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com