আজ মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :–
দেশের নির্বাচন ব্যবস্থা ‘নির্বাসনে’ চলে গেছে বলে মন্তব্য করেছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার।
সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল আলোচনায় তিনি বলেন, “আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গেছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে, নির্বাচনি মাঠকে সমতল করা।
“একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের জন্য এ সংস্কারগুলো প্রয়োজন।”
সুশাসনের জন্য নাগরিক ও দ্য হাঙ্গার প্রজেক্ট এই আলোচনার আয়োজন করে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
তত্ত্বাবধায়ক সরকারে অধীনে সংস্কারগুলো মেনে আগামীতে কয়েকটা নির্বাচন হলে মানুষ অভ্যস্ত হয়ে উঠবে বলে মনে করছেন তিনি।
বিদ্যমান নির্বাচন ব্যবস্থার সংস্কার আনতে গত ৩ অক্টোবর সুজন সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদারকে প্রধান করে আট সদস্যবিশিষ্ট সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তীকালীন সরকার। ৩১ ডিসেম্বরের মধ্যে এই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।
আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার বিষয়ক সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ বলেন, স্থানীয় সরকার বিষয়ে একটা সমন্বিত আইনের খসড়া তৈরি করেছেন তারা।
“একটা সমস্যা হলো আমাদের জাতীয় নির্বাচন হয় সংসদীয় পদ্ধতিতে আর স্থানীয় সরকার নির্বাচন হয় রাষ্ট্রপতি শাসিত পদ্ধতিতে। ফলে আমরা সর্বশক্তিমান মেয়র, চেয়াম্যান নির্বাচন করি। সংসদীয় পদ্ধতিতে হলে কেউ সরাসরি চেয়ারম্যান, মেয়র হতে পারবেন না, আগে মেম্বার হতে হবে।”
সংরক্ষিত নারী আসনের জন্য ভারতের মতো ঘূর্ণায়মান পদ্ধতির প্রস্তাব করা হয়েছে বলে জানান তিনি।