আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—
নেত্রকোনার পূর্বধলায় এক নারীর গোসলের দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার অভিযোগে উজ্জ্বল মিয়া (২৪) ও দীন মোহাম্মদ খান ওরফে শিপন (২০) নামের দুই টিকটকারকে আটক করেছে সেনাবাহিনী।
বুধবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের মেঘশিমূল গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা তাদের পূর্বধলা থানা—পুলিশের কাছে হস্তান্তর করেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, উজ্জ্বল মিয়া গত বুধবার বিকালে গোপনে গ্রামের এক নারীর গোসলের ভিডিও ধারণ করছিলেন। বিষয়টি ওই নারী বুঝতে পেরে চিৎকার করেন। তখন আশপাশের লোকজন এসে উজ্জ্বলকে আটক করে। ততক্ষণে উজ্জ্বল তার মোবাইল ফোনে ধারণ করা গোসলের ভিডিও ডিলিট করে দেন। কিন্তু মোবাইল চেক করতে গিয়ে পূর্বের ধারণ করা গোসলের ভিডিও দেখতে পায়। পরে মোবাইল ফোন রেখে জিজ্ঞাসাবাদ করে তাকে ছেড়ে দেওয়া হয়।