আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৮:৫৪ পূর্বাহ্ন

Logo
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৪৮

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :-

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেলেন ১০৬ জন।

২৪ ঘণ্টায় সারা দেশে ৫৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে এ পর্যন্ত  চলতি বছর হাসপাতালে ভর্তি হলেন ১৮ হাজার ৫৮৯ জন। এর মধ্যে ৬২.০ শতাংশ পুরুষ ও ৩৮.০ শতাংশ নারী রয়েছেন।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৬৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯০ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২০ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৪ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) নয়জন ও রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৫৮ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর ১৬ হাজার ৫৫১ জন ছাড়পত্র পেয়েছেন।

গত বছর ডেঙ্গুতে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়। পাশাপাশি হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গু রোগী।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com