আজ শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৫:১৬ অপরাহ্ন
ডেস্ক নিউজ :-
ঝালকাঠিতে ফেসবুক মেসেঞ্জারে ইসলাম ও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক তরুণকে মারধর করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাকে আটক করে থানায় নেওয়ার সময় পথে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপভ্যান খালে পড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্টি হয় উত্তেজনা। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বুধবার (২ অক্টোবর) রাত ১০টার দিকে শহরের পৌর মিনি পার্কে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ওই তরুণ শহরের বাসিন্দা ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজপড়ুয়া ওই তরুণ তার অপর এক বন্ধুর সঙ্গে একদিন আগে ধর্ম নিয়ে ফেসবুক মেসেঞ্জারে তর্কে জড়িয়ে পড়েন। মেসেঞ্জারে নবী ও ইসলাম নিয়ে কটূক্তি করেন। এ ঘটনার জেরে বুধবার রাত ১০টার দিকে পৌর মিনি পার্ক এলাকায় তাকে ডেকে নিয়ে মারধর করেন বিক্ষুব্ধ কয়েকজন তরুণ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিটুনির শিকার তরুণকে আটক করে পুলিশ ভ্যানে করে হেফাজতে নিয়ে যায়। এ সময় কিছুদূর গেলে নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ভ্যানটি জেলেপাড়া খালে পড়ে যায়। কৌতূহলী জনতার ভিড় পড়ে যায়। অভিযুক্ত তরুণ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। খালে পড়ে যাওয়া পুলিশের ভ্যানটি উদ্ধার করা হয়েছে।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘আটক তরুণকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।’
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মহিতুল ইসলাম বলেন, ‘ওই তরুণ তার অপর এক বন্ধুর সঙ্গে একদিন আগে ধর্ম নিয়ে ফেসবুক মেসেঞ্জারে তর্কে জড়িয়ে পড়েন। নবী ও ইসলাম নিয়ে কটূক্তি করেন। এ অভিযোগে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে। তাদের হাত থেকে পুলিশ উদ্ধার করে নিয়ে যাওয়ার সময় ধস্তাধস্তির একপর্যায়ে পিকআপভ্যানটি খালে পড়ে যায়। পরে সেটি উদ্ধার করা হয়েছে।’