আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৫৪ অপরাহ্ন

Logo
জাতীয় সরকার গঠন করে সংস্কার করবে বিএনপি: আমীর খসরু

জাতীয় সরকার গঠন করে সংস্কার করবে বিএনপি: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক :–

সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই মন্তব্য করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনার পরবর্তী বাংলাদেশ কেমন হবে সেটা চিন্তা করে বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল মিলে আমরা ৩১ দফা সংস্কারের প্রস্তাব দেড় বছর আগেই দিয়েছিলাম। সব সংস্কারের কথা ওখানে বলা আছে। সুতরাং সংস্কার নিয়ে কারো উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। আমরা জাতির কাছে প্রতিজ্ঞাবদ্ধ। আমরা জাতীয় সরকার করে ৩১ দফা সংস্কার পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবো।

রোববার (২৯ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) অডিটোরিয়ামে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু মাহমুদ বলেন, ফ্যাসিস্ট বিতাড়িত হওয়ার প্রেক্ষাপটে বাংলাদেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে তা সবাইকে বুঝতে হবে। যারা বুঝতে পারবে না, সেই রাজনীতিবিদ হোক, শিক্ষক হোক, তার কোনো ভবিষ্যৎ নেই। বাংলাদেশের প্রতিটি মানুষের চিন্তা, ভাবনা, দর্শন একেবারে বদলে গেছে। যারা সেটা অনুধাবন করতে পারবে না, ধারণ করতে পারবে না এবং সেই অনুযায়ী কাজ করতে পারবে না তাদের জন্য আগামীর বাংলাদেশ কঠিন হয়ে যাবে।

শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগ ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব না বলে মন্তব্য করে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগ ছাড়া একটি দেশকে এগিয়ে নিতে পারবেন না। সুস্থ সবল ও মেধাবীরাই তো এ দেশকে এগিয়ে নিবে। আমরা সঠিক জায়গায় বিনিয়োগ করিনি। আমরা বিনিয়োগ করেছি পদ্মা সেতু ও টানেলে।

তিনি বলেন, আমরা অগ্রাধিকার ভিত্তিতে কোনো বিনিয়োগ করিনি। শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিনিয়োগে অগ্রাধিকার দেওয়া দরকার ছিল। এ দুই খাতে বিনিয়োগ ছাড়া দক্ষ মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়।

বিএনপি সরকারের সাবেক এই মন্ত্রী বলেন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশ এখন অনেক ভালো অবস্থানে রয়েছে। এটি সংরক্ষণ ও এগিয়ে নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের অনুষদগুলো খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশ একটি ছোট দেশ। এখানে কম জায়গার মধ্যে বেশি খাদ্য উৎপাদন আমাদের করতে হয়। সেগুলোকে বৈরী আবহাওয়া থেকে রক্ষা করতে হয়। এসব বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে আমাদের ফুড সায়েন্স, ফিশারিজ, ভেটেরিনারি বিষয়ের শিক্ষার্থীদের।

অনুষ্ঠানের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা আরেকটা সিকিম হয়ে যেতাম। দেশে যে পরিস্থিতি চলছিল, তখন ঘরে বসে থাকার অবস্থা ছিল না। রাজপথে আমরাও ছাত্রদের পাশে ছিলাম।

তিনি বলেন, জুলাই বিপ্লব না হলে আমি আজ এখানে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারতাম না। সেজন্য জুলাই বিপ্লবে যারা শাহাদাতবরণ করেছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। আমরা নিগৃহীত ছিলাম। কোথাও মন খুলে কথা বলতে পারতাম না। জুলাই বিপ্লবের মাধ্যমে আজ দেশের মানুষ মন খুলে কথা বলছে।’ জুলাই বিপ্লবের স্পিরিট ধারণ করে শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেন তিনি।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ রাশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ লুৎফুর রহমান, বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন সিভাসুর ট্রেজারার অধ্যাপক ড. মো. কামাল, ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. ফেরদৌসী আকতার, ফিশারিজ অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আহমেদ আল নাহিদ ও স্বাগত বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুর রহমান।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com