আজ বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

Logo
গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ

নিজেস্ব প্রতিবেদক

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ফিলিস্তিন কর্তৃক বিশ্বব্যাপী হরতাল কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের নানা শ্রেণি-পেশার মানুষ।

সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রকাশ বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

রাজধানীর বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গনে সকাল ১১টা থেকেই মানুষ একত্রিত হতে থাকে। হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে মসজিদের সিড়িতে অবস্থান করে স্লোগান দিতে দেখা গেছে তাদের।

‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষার্থীরা সোমবার (৭ এপ্রিল) কোনো ক্লাস করবে না বলে বিবৃতি প্রদান করে।

এরপর বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার সকল ধরনের ক্লাস-পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে।

শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়সহ দেশের অন্যান্য স্বায়ত্তশাসিত, সরকারি, আধাসরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেছে।

সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে স্লোগান-মিছিলের উত্তলা ধ্বনিতে কম্পন তৈরি করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রধান ফটকের সামনেই অবস্থান করেছিলেন তারা।

দুপুর ১২টায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বিক্ষোভ করেছে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বারিধারায় মার্কিন দূতাবাসের সমান দুপুর সাড়ে ১২টায় অবস্থান নিয়ে ফিলিস্তিনের মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে কর্মসূচি পালন করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এদিকে, রাজধানীর সাইন্সল্যাব এলাকায় ‘দ্য ওয়ার্ল্ড স্ট্যান্ডস ফর গাজা’ কর্মসূচিতে বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া, মোহাম্মদপুর এলাকার বাসিন্দারাও এই কর্মসূচির সাথে সংহতি জানিয়ে মোহম্মদপুর বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ শুরু করে নূরজাহান রোড ঘুরে ঢাকা স্টেট কলেজের সামনে গিয়ে শেষ করেছে।

রাজধানীর শনির আখড়া এলাকায় দনিয়া বিশ্ববিদালয় কলেজ ও বাসাবো বাসস্ট্যান্ডে গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

রাজধানীর বাহিরে বিভিন্ন জেলায় গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে বিক্ষোভ করেছে জনতা।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com