আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:২৮ অপরাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
কুষ্টিয়া সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ৪৭ বিজিবি।মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্ক্ষিত প্রাণহানিকারক পরিস্থিতি থেকে নিরাপদ থাকতে অবৈধভাবে অথবা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করার প্রচেষ্টা, ঘটনা থেকে বিরত থাকতে অনুরোধ করছি।