আজ মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৬:১০ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক;-
ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা দিতে না পারায় এনজিওর লোকজন এক অসহায় পরিবারের গরু ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার বিকেলে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউপির ৬নং ওয়ার্ডের দৌলতপুরে এ ঘটনা ঘটে।
অভিযোগ করে দৌলতপুর এলাকার কাঞ্চন মিস্ত্রির স্ত্রী কুলসুম বেগম জানান, গ্রামীণ জন উন্নয়ন সংস্থা থেকে ৭০ হাজার টাকা ঋণ নিই। সেই ঋণের প্রতি সপ্তাহের কিস্তি ২৫০০ টাকা। এরমধ্যে ১৩টি কিস্তি দিয়েছি। হঠাৎ দেশের পরিস্থিতির কারণে ঋণের কিস্তি দিতে বিলম্ব হচ্ছিল। যার জন্য ওই এনজিওর মাঠকর্মী হাসিনা ও ম্যানেজার মো. শামীম আমার বাড়িতে এসে গোয়ালঘর থেকে একটি গরু (গাভি) ছিনিয়ে নিয়ে যান।এ সময় গরুটি নিতে তাদেরকে নিষেধ করলেও তারা আমার কোনো কথা শোনেননি। আমি অসহায় মানুষ। আর বিপদের কারণে টাকা দিতে পারছি না। তাই তাদেরকে বলেছি সমিতির টাকা শিগগিরই পরিশোধ করে দেব। তবুও তারা গরুটি নিয়ে যান।