আজ শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:২০ পূর্বাহ্ন
আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক:-
কিশোরগঞ্জ সদর উপজেলার দানাপাটুলি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাজহারুল ইসলাম মাসুদকে (৫০) গ্রেফতার করেছে র্যাব।
রবিবার রাতে রাজধানীর ফকিরাপুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।
মামলার পরিপ্রেক্ষিতে আসামিদেরকে গ্রেফতারে র্যাব গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্প ও র্যাব-৩ যৌথ অভিযান চালিয়ে রাজধানীর ফকিরাপুল থেকে মাজহারুল ইসলাম মাসুদকে গ্রেফতার করে।
পরে তাকে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।