আজ বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:১৯ পূর্বাহ্ন

Logo
News Headline :
চরভদ্রাসন উপজেলা  গাজীরটেকে গাছ কাঁটাকে কেন্দ্র করে  বিরধে গৃহবধূকে অমানবিক নির্যাতন ওশীলতাহানী তজুমদ্দিনে শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার বদলগাছীতে বিয়ে কিশোরীর ছাড়াই সন্তান প্রসব এলাকায় তোলপাড়, পরিবারের অভিযোগ ধর্ষণ। ববি ছাত্রলীগ নেতা আবিদ মাদকসহ গ্রেফতার, পাঁচ দিনের কারাদণ্ড বরিশাল প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটিকে ববি প্রেস ক্লাবের শুভেচ্ছা ও অভিনন্দন বাজিতপুরে মামলা তুলে আনার জন্য বাদীকে হুমকির অভিযোগ বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠানকে আড়াই কোটি টাকা অনুদান :- ধর্ম মন্ত্রণালয় জোর করে নারীকে বোরকা পরাবো না: জামায়াতে আমির ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে পোড়ানো হচ্ছিল নারীর মাথাবিহীন মরদেহ দেয়ালে লেখা ‘মৃত্যুর জন্য প্রস্তুতি নাও সমন্বয়ক’
  যাবজ্জীবন সাজা পাওয়া বিএনপির নেতা, গণসংবর্ধনা

  যাবজ্জীবন সাজা পাওয়া বিএনপির নেতা, গণসংবর্ধনা

আওয়ার ডেইলি বাংলাদেশ ডেস্ক :—

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম চার বছর কারাভোগের পর নিজের নির্বাচনী এলাকায় ফিরেছেন। আজ শনিবার বিকেলে তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়।

তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন হাবিবুল ইসলাম। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন হাবিবুল ইসলামের সহধর্মিণী শাহানাজ পারভিন, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক আজিজুল বারী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তারিকুল হাসানসহ জেলা ও কেন্দ্রীয় নেতারা।

হাবিবুল ইসলাম বলেন, ‘একটি সাজানো মামলায় আমাকে ৭০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। ওই সাজানো মামলার সঙ্গে যাঁরা জড়িত, তাঁদের আইনের আওতায় আনতে হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। আমার নেত্রী খালেদা জিয়া কিংবা আমি অন্যায়ের কাছে নতি স্বীকার করিনি। আমরা পালিয়ে যাইনি। অথচ আমার কানাডা-আমেরিকার ভিসা ছিল।’

ছাত্র-জনতার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলনে যাঁরা শহীদ হয়েছেন, তাঁরা সবাই বীর। তাঁদের জাতি কখনো ভুলবে না। দেশে সুশাসন ছিল না, গণতন্ত্র ছিল না। একনায়কতন্ত্র চালু করা হয়েছিল। এ কারণে ছাত্র-জনতা এক হয়ে ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারকে বিদায় করে দিয়েছেন।’ তিনি বলেন, ‘আমি আগেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। আপনাদের নিয়ে সাতক্ষীরা তথা বাংলাদেশের উন্নয়নে নিয়োজিত থাকব।’

২০০২ সালে সাতক্ষীরার কলারোয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় পৃথক তিন মামলায় হাবিবুল ইসলামের দুটিতে যাবজ্জীবন ও একটিতে ১০ বছরের কারাদণ্ড হয়। এ ছাড়া বিএনপির আরও ৪৯ নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এর মধ্যে কারাবন্দী অবস্থায় চারজন মারা যান। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত সপ্তাহে উচ্চ আদালত থেকে হাবিবুল ইসলামসহ ৪৫ জন জামিন পেয়ে কারামুক্ত হন।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com