আজ শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৪৯ অপরাহ্ন

Logo
নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল চাঁনপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার ভোরে রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে আনার প্রস্তুতি চলছে।

এদিকে, দুইজন নিহতের ঘটনায় পুরো গ্রাম জুড়ে আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। নিহতরা হলেন রায়পুরা উপজেলার চাঁনপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন (২৩) ও একই গ্রামের বারেক হাজীর ছেলে বাশার (৩৫)। তারা দু’জনই আওয়ামী লীগ সভাপতি সালাম মিয়ার সমর্থক।

জানা যায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আগে থেকেই চাঁনপুর ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সোহাগের সাথে চাঁনপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামসু মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জের ধরে বিএনপি নেতা সামসু মেম্বার ও তার সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর তারা এলাকায় ফিরে আসেন। এনিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়। 

সর্বশেষ আজ শুক্রবার ভোর ৫টার দিকে টেঁটা, বল্লম, দা, ছুরি ও ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলিতে একজন ও টেঁটার আঘাতে আরও একজন ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও বেশ কয়েকজন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়পুরা থানার ডিউটি অফিসার এস আই জুবায়ের বলেন, সংঘর্ষে ২ জন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ আদিল মাহামুদ জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সামসু মেম্বার ও সালাম মিয়া, এবং তাদের সমর্থকরা সংঘর্ষে জড়ান। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ শুরু করেছে।  

নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান জানিয়েছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রায়পুরার চানপুরে দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এতে অফিশিয়ালি দু’জন নিহত হওয়ার খবর পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ইতোমধ্যেই পুলিশ কাজ শুরু করেছে।

Please Share This Post in Your Social Media

All rights reserved © 2024 ourdailybangladesh.com